ভারতের অবস্থান
ভারতের জনসংখ্যা ২০২১ : দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র হল ভারত। ভারতের সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র।
ভারত সম্পূর্ণত ইন্দো-অস্ট্রেলীয় পাতের উত্তরাংশে ভারতীয় পাতের উপর ৮°৪’ ও ৩৭°৬’ উত্তর অক্ষাংশ এবং ৬৮°৭’ ও ৯৭°২৫’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল, ও ভূটান এবং পূর্বে বাংলাদেশ ও মায়ানমার অবস্থিত। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত।
দেশটির মোট আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার। ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার ৩,২১৪ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমের বিস্তৃতি ২,৯৯৩ কিলোমিটার। ভারতের স্থলভাগের পরিসীমা ১৫,২০০ কিলোমিটার এবং উপকূলভাগের দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার। শীতল মেরু অঞ্চল হল হিমাচলপ্রদেশ। ভারতের রাষ্ট্রাধীন জলভাগের দৈর্ঘ্য যথাযথ উপকূলসীমা থেকে ১২ সামুদ্রিক মাইল (২২ কিলোমিটার) পর্যন্ত।
ভারতের জনগণনা ২০২১
২০২১ সালের জনগণনা ভারতের ১৬তম আদমশুমারি বা জনগণনা। সরকারী ভাবে ভারতের প্রথম জনগণনার কাজ শুরু হয়েছিল ১৮৬৭ সালে। ১৮৬৭ থেকে ১৮৭১ সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর ধরে চলে এই জনগণনা। অবশেষে ১৮৭২ সালে ভাইসরয় লর্ড মায়োর আমলে এটি প্রকাশ পায়, যেটি ‘১৮৭২ সালের জনগণনা’ নামে পরিচিত। এর পর ১৭ ফেব্রুয়ারি ১৮৮১ সালে তৎকালীন সেনসাস কমিশনার “ডব্লিউ সি প্লওডেন” জনগণনার একটি কর্মসূচি নিয়েছিলেন। এই সময় ভারতের ভাইসরয় ছিলেন ‘লর্ড রিপন’। এটি ছিল ভারতের প্রথম পরিপূর্ণ জনগণনা। এরপর থেকেই প্রতি দশ বছর অন্তর এক বার করে জনগণনার কাজ তরান্বিত হতে থাকে। পরবর্তীকালে ভারত স্বাধীনতা লাভ করলে জনগণনা আইনে পরিবর্তন আনা হয়। সংসদে পাশ হয় “জনগণনা আইন ১৯৪৮ (৩৭ নং ধারা)। এই সময় থেকে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ রেজিস্টার জেনারেল ও জনগণনা কমিশনারের কার্যালয় দেশে জনগণনা করার দায়িত্বপ্রাপ্ত পায়। ভারত স্বাধীন হওয়ার পর প্রথম জনগণনা হয়েছিল ১৯৫১ সালে। অর্থাৎ, স্বাধীনতার পর ২০২১ সালের জনগণনা ৮তম জনগণনা। ২০২১ সালের জনগণনার রেজিস্টার জেনারেল ও জনগণনা কমিশনার হলেন ডক্টর বিবেক যোশী। জনগণনা ২০২১ এর নীতিবাক্য বা স্লোগান হল, ‘।
ভারতের জনসংখ্যা ২০২১
ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ২০২১ সালের জনগণনা তথ্য অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১৩৫ কোটি; যা সমগ্র বিশ্বের জনসংখ্যার এক-ষষ্ঠাংশ। পৃথিবীর মোট স্থলভাগের মাত্র ২.৪২% এলাকার মধ্যে, বিশ্বের সামগ্রিক জনসংখ্যার ১৭.৫% জনসংখ্যা ভারতের অধিবাসী। যা পৃথিবীর স্থলভাগের মাত্র ২.৪২% জায়গা জুড়ে রয়েছে।
২০২১ আদমশুমারি অনুসারে, ভারতের সামগ্রিক জনসংখ্যার মধ্যে মোট পুরুষ জনসংখ্যা হল- ****; যা মোট জনসংখ্যার প্রায় %***। এবং মহিলা জনসংখ্যা হল- ****; যা মোট জনসংখ্যার প্রায় %***।
ভারতের দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার ২০২১ আদমশুমারি
২০২১ সালের জনগণনা তথ্য অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১৩৫ কোটি । এবং ২০১১ সালে আদমশুমারিতে ভারতের জনসংখ্যা ছিল ১২১,০১,৯৩,৪২২ জন যা পৃথিবীর মোট জনসংখ্যার ১৭.৫%। ২০১১-২১ এই ১০ বছরে ভারতের সামগ্রিক জনবৃদ্ধির হার *** জন। শতাংশের হারে প্রায় ***%। যা বিগত আদমশুমারিতে (২০১১) ছিল ১৭.৬৪%।
ভারতের মোট দশকীয় জনসংখ্যা বৃদ্ধির প্রায় *** জন পুরুষ (***%) এবং ***জন মহিলা (***%)।
ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ২০২১ আদমশুমারি
২০২১ সালের জনগণনা তথ্য অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১৩৫ কোটি । এবং ২০১১ সালে আদমশুমারিতে ভারতের জনসংখ্যা ছিল ১২১,০১,৯৩,৪২২ জন যা পৃথিবীর মোট জনসংখ্যার ১৭.৫%। ২০১১-২১ এই ১০ বছরে ভারতের বার্ষিক জনবৃদ্ধির হার *** জন। শতাংশের হারে প্রায় ***%। যা বিগত আদমশুমারিতে (২০১১) ছিল ১.৭৬৪%।
ভারতের মোট দশকীয় জনসংখ্যা বৃদ্ধির প্রায় *** জন পুরুষ (***%) এবং ***জন মহিলা (***%)।
ভারতের জনঘনত্ব ২০২১
২০২১ সালের জনগণনা তথ্য অনুযায়ী, ভারতের মোট স্থলভাগের আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার। জনগণনা কৃত মোট জমির পরিমাণ ছিল ৩১,৬৬,৪১৪ বর্গকিমি (পাকিস্তান ও চিন অধিকৃত অঞ্চল বাদে)। এবং ভারতের সামগ্রিক জনসংখ্যা ****জন। এই হিসাবে ২০২১ সালের আদমশুমারি তথ্য অনুসারে ভারতের প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব *** জন/বর্গকিমি। ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব ছিল ৩৮২ জন প্রতি বর্গ কিমি।
ভারতের লিঙ্গ অনুপাত ২০২১
কোনো দেশ বা অঞ্চলের পুরুষ ও মহিলা জনসংখ্যার অনুপাতকে লিঙ্গ অনুপাত বলা হয়। ২০২১ আদমশুমারি অনুসারে ভারতের মোট পুরুষ জনসংখ্যা *** জন, এবং মহিলা জনসংখ্যা *** জন। অতএব ২০২১ জনগণনা অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত হল ***/১০০০; অর্থাৎ *** জন মহিলা প্রতি ১০০০ জন পুরুষে।
২০১১ সালের আদমশুমারিতে ভারতের লিঙ্গ অনুপার ছিল ৯৪০/১০০০। অর্থাৎ, প্রতি ১০০০ জন পুরুষে মহিলার সংখ্যা ৯৪০ জন।