পশ্চিমবঙ্গের অবস্থান
পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২১ : পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য। এই রাজ্যটি পূর্ব ভারতে বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত। এই রাজ্যের পূর্ব দিকে বাংলাদেশ রাষ্ট্র এবং উত্তর দিকে নেপাল ও ভুটান রাষ্ট্র অবস্থিত। ভারতের ওডিশা, ঝাড়খণ্ড, বিহার, সিক্কিম ও অসম রাজ্যও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী। পূর্ব ভারতে হিমালয়ের দক্ষিণে ও বঙ্গোপসাগরের উত্তরে এক সংকীর্ণ অংশে পশ্চিমবঙ্গ অবস্থিত। রাজ্যের ভৌগোলিক অবস্থান হল ২৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু (৩,৬৩৬ মিটার বা ১১,৯২৯ ফুট)। এই রাজ্যের রাজধানী হল মহানগরী কলকাতা। পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা রাজ্যকে দুটি ভাগে ভাগ করেছে। এই নদীর একটি শাখা পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে; অপর শাখাটি ভাগীরথী ও হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
এক ঝলকে পশ্চিমবঙ্গ
জন্ম | ১৫ আগস্ট ১৯৪৭ |
অবস্থান | |
আয়তন | ৮৮,৭৫২ বর্গ কিমি |
রাজধানী | কলকাতা |
জনসংখ্যা | |
প্রধাণ ভাষা | বাংলা |
জেলার সংখ্যা | ২৩টি |
নদীসমূহ | হুগলী, দামোদর, কাঁসাই, তিস্তা, জলঢাকা, রূপনারায়ণ |
পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২১
২০২১ সালের ৩১-শে মার্চ, প্রকাশিত ভারতের আদমশুমারির তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গ রাজ্যের মোট জনসংখ্যা হল প্রায় **** জন। এই অবদান সমগ্র দেশের মধ্যে মোট জনসংখ্যার প্রায় ৭.*** শতাংশ। ২০১১ সালের জন্মগণনা অনুসারে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা ছিল ৯১,৩৪৭,৭৩৬ জন। যা সমগ্র ভারতের প্রায় ৭.৫৫ শতাংশ।
পশ্চিমবঙ্গর পুরুষ জনসংখ্যা ২০২১
২০২১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট পুরুষ জনসংখ্যা হল- ****। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় ৫১.৩৭*** শতাংশ হল পুরুষ জনসংখ্যা।
পশ্চিমবঙ্গর মহিলা জনসংখ্যা ২০২১
২০২১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট মহিলা জনসংখ্যা হল- ****। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় *** শতাংশ হল মহিলা জনসংখ্যা।
পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার ২০২১
২০২১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় *** শতাংশ।
পশ্চিমবঙ্গের দশকীয় জনসংখ্যার বৃদ্ধি (২০১১ থেকে ২০২১)-
ভারতের জনগণনা ২০২১ সালের তথ্য অনুসারে ২০১১ সাল থেকে ২০২১ সালের মধ্যে বিগত দশ বছরে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় *** শতাংশ। নিচে সারণিতে পশ্চিমবঙ্গের দশকীয় জনসংখ্যার গতিপ্রকৃতি দৃষ্টান্ত করানো হলো-
পশ্চিমবঙ্গের মোট শিশু জনসংখ্যা (০-৬ বছর) ২০২১-
পশ্চিমবঙ্গের শিশু জনসংখ্যা অর্থাৎ শূন্য থেকে ৬- বছর বয়স সীমার জনসংখ্যা হল প্রায়ঃ ১০,১১২,৫৯৯ জন। যা মোট জনসংখ্যার প্রায় *** শতাংশ। এদের মধ্যে পুরুষঃ – ৫,১৮৭,২৬৪ জন বা *** শতাংশ এবং মহিলাঃ – ৪,৯২৫,৩৩৫ জন বা *** শতাংশ।
পশ্চিমবঙ্গের জনঘনত্ব ২০২১-
পশ্চিমবঙ্গের মোট আয়তন হল- ৮৮,৭৫২ বর্গ কিমি এবং মোট জনসংখ্যা হল- ****। অতএব, ২০২১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রায়- ****।
পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত ২০২১-
জনগণনা ২০২১ সালের তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে প্রতি ১০০০ জন পুরুষে *** জন মহিলা জনসংখ্যা বিদ্যমান। অর্থাৎ, ২০২১ সালে পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত হল ***/১০০০।
পশ্চিমবঙ্গের শিশু লিঙ্গ অনুপাত ২০২১ (০ থেকে ৬ বছর)-
পশ্চিমবঙ্গের শিশু লিঙ্গ অনুপাত অর্থাৎ শূন্য থেকে ৬- বছর বয়স সীমার মধ্যে প্রতি ১০০০ জন পুরুষ শিশুর মধ্যে *** জন মহিলা শিশু বিদ্যমান।
পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার ২০২১-
২০২১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট সাক্ষরতা হার *** শতাংশ।
পশ্চিমবঙ্গের পুরুষ সাক্ষরতা হার ২০২১-
জনগণনা ২০২১ সালের তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের পুরুষ সাক্ষরতা হার হল- *** শতাংশ।
পশ্চিমবঙ্গের মহিলা সাক্ষরতা হার ২০২১-
জনগণনা ২০২১ সালের তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের মহিলা সাক্ষরতা হার হল- *** শতাংশ।
পশ্চিমবঙ্গের ধর্মবিশ্বাস ২০২১
২০২১ সালের জনগণনা অনুযায়ী, হিন্দুধর্ম পশ্চিমবঙ্গের প্রধান ধর্মবিশ্বাস। হিন্দুধর্মাবলম্বীরা রাজ্যের জনসংখ্যার মোট ৭০.৫৪ শতাংশ। অন্যদিকে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্মবিশ্বাস। মুসলমানরা রাজ্যের জনসংখ্যার মোট ২৭.০১ শতাংশ। এছাড়াও, শিখ, খ্রিস্ট ধর্ম ও অন্যান্য ধর্মাবলম্বীরা জনসংখ্যার অবশিষ্ট অংশ।
পশ্চিমবঙ্গ এর পৌর-জনসংখ্যা ২০২১
২০২১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট *** শহরবাসী। অর্থাৎ, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার *** শতাংশ মানুষ শহরে বাস করে।
২০২১ সালে তথ্যানুসারে, পশ্চিমবঙ্গের শহরের লিঙ্গ অনুপাত হল ***। অর্থাৎ, প্রতি ১০০০ জন পুরুষে *** জন মহিলা শহরে বাস করে।
২০২১ সালে তথ্যানুসারে, পশ্চিমবঙ্গের শহুরে এলাকার সাক্ষরতা হার **** শতাংশ। অর্থাৎ, মোট জনসংখ্যার *** শতাংশ শহরবাসি শিক্ষিত।
পশ্চিমবঙ্গ এর গ্রামীণ জনসংখ্যা ২০২১
২০২১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট *** গ্রামবাসী। অর্থাৎ, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার *** শতাংশ মানুষ গ্রামে বাস করে।
২০২১ সালে তথ্যানুসারে, পশ্চিমবঙ্গের গ্রামের লিঙ্গ অনুপাত হল ***। অর্থাৎ, প্রতি ১০০০ জন পুরুষে *** জন মহিলা গ্রামে বাস করে।
২০২১ সালে তথ্যানুসারে, পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার সাক্ষরতা হার **** শতাংশ। অর্থাৎ, মোট জনসংখ্যার *** শতাংশ গ্রামবাসী শিক্ষিত।
Pingback: বিহারের জনসংখ্যা ২০২১ , জনঘনত্ব, সাক্ষরতা হার, লিঙ্গ অনুপাত, ধর্ম